Posts

Showing posts from April, 2022

এস এস সি রসায়ন ব্যবহারিক মৌখিক

 ১. ব্যাপন কাকে বলে? = কোন মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর  স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত প্রক্রিয়াকে ব্যাপন বলে। ২. ব্যাপনের উদাহরণ দাও। = সেন্টের শিশি থেকে সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়া। ৩. কোন মাধ্যমে ব্যাপনের হার দ্রুত ঘটে? = গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমে।  ৪. তাপমাত্রার সাথে ব্যাপনের সম্পর্ক কি? = তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন বৃদ্ধি পায় এবং তাপমাত্রা কমে গেলে ব্যাপন বৃদ্ধি পায়। ৫. ব্যাপন সংঘটিত হওয়ার কারণ কি? = এর কারণ হল পদার্থের অণুর নিজস্ব কম্পনশক্তি বা গতিশক্তি।  ৬. ব্যাপন ও অভিস্রবণের মধ্যে দুটি পার্থক্য লিখ. = ব্যাপনের মাধ্যমে অণু অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হয় ।  পক্ষান্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় অণু কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে ধাবিত হয়।  ব্যাপন প্রক্রিয়ায় কোন পর্দার উপস্থিতি না থাকলেও অভিস্রবণের ক্ষেত্রে একটি অর্ধভেদ্য পর্দা উপস্থিত থাকে।